আপনার ব্লগে যুক্ত করে নিন কন্টাক্ট ফর্ম (Contact Form)
আপনার ব্লগে যুক্ত করে নিন কন্টাক্ট ফর্ম (নতুনদের জন্য) |
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন । আজকে আমি দেখাব কিভাবে ব্লগার এর ব্লগে সহজতম উপায়ে এবং কোন অ্যাড ছাড়া অফিসিয়াল কন্টাক্ট ফর্ম যুক্ত করতে হয়[নতুনদের জন্য]।এই কন্টাক্ট ফর্ম আপনার ব্লগে অভাবনীয় ভুমিকা পালন করবে। এর মাধ্যমে আপনি খুব সহজেই ব্লগ পাঠক কর্তৃক প্রেরিত যে কোন মতামত ও আবেদন জানতে পারবেন।শুধু তাই নয়, একটি সুন্দর ও আকর্ষণীও কন্টাক্ট ফর্ম পাঠকদের মতামত পাঠাতে উৎসাহিত করে। তো দেরি না করে দেখে নিন কিভাবে ব্লগে তা যুক্ত করতে হয়।
ব্লগে কন্টাক্ট ফর্ম (Contact Form)যুক্ত করার নিয়ম(সহজতম) ঃ
১.প্রথমে এই লিঙ্কে যানঃhttp://www.blogger.com
২.আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান ।
৩.বাম পাশের অপশনগুলো থেকে Layout এ ক্লিক করুন।

ব্লগে কন্টাক্ট ফর্ম (Contact Form)যুক্ত করার নিয়ম(সহজতম) ঃ
১.প্রথমে এই লিঙ্কে যানঃhttp://www.blogger.com
২.আপনার গুগল আইডি দিয়ে লগ ইন করে আপনার ব্লগের ড্যাশবোর্ড এ যান ।
৩.বাম পাশের অপশনগুলো থেকে Layout এ ক্লিক করুন।
আপনার ব্লগে যুক্ত করে নিন কন্টাক্ট ফর্ম (নতুনদের জন্য) |
৪.এবার আপনার ব্লগের লেআউট থেকে "Add a Gadget" এ ক্লিক করুন।
![]() |
আপনার ব্লগে যুক্ত করে নিন কন্টাক্ট ফর্ম (নতুনদের জন্য) |
৫.এবার যে উইন্ডো ওপেন হবে সেখান থেকে "More Gadgets" এ ক্লিক করুন।
৬.এবার যে উইজেট গুল আসবে দেখেবন তার সর্বপ্রথম হল "Contact Form"। সেখানে ক্লিক করুন।
![]() |
আপনার ব্লগে যুক্ত করে নিন কন্টাক্ট ফর্ম (নতুনদের জন্য) |
৭.এবার ফর্মটির একটি টাইটেল দিয়ে সেভ করুন।
ব্যস, কাজ শেষ। এবার আপনার ব্লগ Refresh/Reload করে দেখুন একটি সুন্দর ও আকর্ষণীও কন্টাক্ট ফর্ম যুক্ত হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।
Post a Comment