আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজীর হয়েছি।টিউটোরিয়ালটির বিষয়ঃ keyboard style key symbol যুক্ত করুন ব্লগের পোষ্টে

আপনার ব্লগে যুক্ত করুন keyboard style key symbol
আমরা যারা ব্লগিং করি সকলে'ই চেষ্টা করি ব্লগের পোষ্ট আরও আকর্ষণীয় করার জন্য। আমরা যখন CSS-HTML-Javascript সহ ভিবিন্ন কোড নিয়ে পোষ্ট করি ঠিক ঐ সময় keyboard-symbol ব্যাবহার করার প্রয়োজন পড়ে। যেমন Ctrl + F - Ctrl + C ইত্যাদি - যাহা দেখতে তেমন আকর্ষণীয় নয় । তাই keyboard-symbol ব্যাবহারে আকর্ষণীয়তা বাড়ানোর জন্য আজকের এই পোষ্ট।আশা করি আপনাদের ভাল লাগবে - যেভাবে ব্লগস্পটে যুক্ত করবেন।
আপনি পোষ্ট করার সময় keyboard-symbol ব্যাবহার করার প্রয়োজন হবে-ঠিক তখন
পোষ্টের compose> HTML বাটনে ক্লিক করে নিচের HTML কোড গুলো প্রয়োগ করুন।

আপনার ব্লগে যুক্ত করুন keyboard style key symbol
আমরা যারা ব্লগিং করি সকলে'ই চেষ্টা করি ব্লগের পোষ্ট আরও আকর্ষণীয় করার জন্য। আমরা যখন CSS-HTML-Javascript সহ ভিবিন্ন কোড নিয়ে পোষ্ট করি ঠিক ঐ সময় keyboard-symbol ব্যাবহার করার প্রয়োজন পড়ে। যেমন Ctrl + F - Ctrl + C ইত্যাদি - যাহা দেখতে তেমন আকর্ষণীয় নয় । তাই keyboard-symbol ব্যাবহারে আকর্ষণীয়তা বাড়ানোর জন্য আজকের এই পোষ্ট।আশা করি আপনাদের ভাল লাগবে - যেভাবে ব্লগস্পটে যুক্ত করবেন।
![]() |
আপনার ব্লগে যুক্ত করুন keyboard style key symbol |
তারপর কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> কোডটি সার্চ করুন।
![]() |
আপনার ব্লগে যুক্ত করুন keyboard style key symbol |
সার্চ করে পাওয়া ]]></b:skin> কোড এর উপরে নিচের CSS কোড টি পেষ্ট করুন।
kbd{
border:1px solid gray;
font-size:1.2em;
box-shadow:1px 0 1px 0 #eee, 0 2px 0 2px #ccc, 0 2px 0 3px #444;
-webkit-border-radius:3px;
-moz-border-radius:3px;
border-radius:3px;
margin:2px 3px;
padding:1px 5px;
}
এবার Template Save করে নিন।
আপনি পোষ্ট করার সময় keyboard-symbol ব্যাবহার করার প্রয়োজন হবে-ঠিক তখন
পোষ্টের compose> HTML বাটনে ক্লিক করে নিচের HTML কোড গুলো প্রয়োগ করুন।
compose>HTML বাটনে ক্লিক করে নিচের HTML কোড গুলো প্রয়োগ করুন।
যদি কোন কিছু না বুঝে তাকেন মন্তব্য করে জানাতে পারেন।<kbd>Ctrl</kbd>+<kbd>F</kbd>
<kbd>Ctrl</kbd>+<kbd>C</kbd>
<kbd>Ctrl</kbd>+<kbd>V</kbd>
<kbd>✯</kbd>+<kbd>R</kbd>
Post a Comment